বান্দা ভালোবাসা ভয় ও আশা নিয়ে আল্লাহর দিকে এগিয়ে যায়। ভালোবাসা হচ্ছে মাথাস্বরূপ আর ভয় ও আশা হচ্ছে দু’টি ডানাস্বরূপ।
এ ভালোবাসার জন্যই প্রতিযোগীগণ প্রতিযোগিতা করেন। এর দিকেই আমলকারীগণ ছুটে চলেন। এর প্রতিই নিবেদিত হন প্রেমিকগণ। ভালোবাসার মৃদুমন্দ বায়ুর সুবাসেই সুরভিত হন ইবাদতকারীগণ। এ ভালোবাসাই অন্তরের শক্তি। রূহের খোরাক। চোখের শীতলতা। প্রাণের আনন্দ। মস্তিষ্কের আলো।
হৃদয়রাজ্যের সৌধ। আশা-আকাঙ্ক্ষার চূড়া। প্রত্যাশা ও বাসনার শিখর। জীবনে প্রাণের সঞ্চার। প্রাণে জীবনসঞ্চার।
এ ভালোবাসাপূর্ণ জীবন থেকে যে বঞ্চিত হয়েছে, সে তো বলা যায় মৃতদেরই একজন। ভালোবাসা এমন এক আলো, যে তা হারিয়েছে সে অন্ধকারের সমুদ্রে নিমজ্জিত ব্যক্তির ন্যায়। ভালোবাসা এমন এক আরোগ্য, যে তা হাতছাড়া করেছে তার অন্তরে যাবতীয় রোগের জায়গা করে দিয়েছে। ভালোবাসা এমন এক স্বাদ ও আনন্দ, যে তা লাভে সক্ষম হয়নি তার জীবন দুঃখ-কষ্ট ও বেদনায় পূর্ণ এক আখ্যান। এ ভালোবাসা ঈমান-আমলের রূহ। ঈমান ও আমল যখন এ ভালোবাসা থেকে মুক্ত হয়, তখন তা হয়ে যায় নিথর নিশ্চল প্রাণহীন এক দেহের ন্যায়।
সুতরাং, স্বাগতম তাকে যে ভালোবাসার এ স্তরে উন্নীত হতে পেরেছে। আল্লাহ-র দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ও আপনাদের সকলকেই সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন। অনেক মানুষই আল্লাহর ভালোবাসার দাবি করে, অথচ তারা জানতেই পারেনি এই ভালোবাসার আলামত কী? এর পদ্ধতি ও তরীকাই বা কী? কী এর ফলাফল?
তাই প্রিয় পাঠক! আপনার সামনে অন্তরের এই মহান আমল সম্পর্কে কিছু আলোচনা পেশ করা হল। যেন আল্লাহ আমাদের ও আপনাদের প্রত্যেককে এ মহান আমলের তাওফীক দান করেন।
আমীন।
Login Or Registerto submit your questions to seller
No none asked to seller yet