বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার মেয়ে পুতুলের বিয়ে ঠিক করলে ধানমন্ডি ৫ নম্বর রোডের ৫৪ নম্বর বাড়িতে শেখ হাসিনার স্বামী ড.ওয়াজেদ মিয়া এসে শেখ হাসিনার প্রতি ক্ষিপ্ত হয়ে বলতে লাগলেন, মেয়ে কি তোমার একার? মেয়ে কি আমার না? তুমি রাজাকারের (ইঞ্জিনিয়ার মোশাররফ হুসেন, সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী) ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছ। রাইফেল হাতে নিয়ে যে রাজাকারগিরি করেছে। মুক্তিযোদ্ধা মেরেছে। তার ছেলের সাথে আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দেব না। শেখ হাসিনা বললেন, আমি মেয়ে বিয়ে দিব। পারলে তুমি ঠেকাও। ড.ওয়াজেদ বললেন, তাই বলে রাজাকারের ছেলের সাথে বিয়ে দেবে? শেখ হাসিনা ক্ষিপ্ত হয়ে বললেন, কিসের আবার রাজাকার ফাজাকার, আমার আত্মীয় এটাই বড় কথা। বিয়ে দেব, তুমি পারলে ঠেকাও।
“আমার ফাঁসি চাই” বইটি বাংলাদেশে এক সময় তুমুল উত্তেজনার জন্ম দিয়েছিল। লেখক মতিউর রহমান রেন্টু, ভদ্রলোক দীর্ঘদিন সপরিবারে শেখ হাসিনার প্রায় সার্বক্ষনিক সঙ্গী ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে তার ঘোরতর মনোমালিন্যের কারন ঘটে এবং তিনি বাংলাদেশের অমিত ক্ষমতাবান এক নারীর আশ্রয় থেকে বিতারিত হন।
Login Or Registerto submit your questions to seller
No none asked to seller yet