হযরত ইউসুফ (আ) এবং বিবি জুলেখার কাহিনী ইসলাম ধর্মে একটি বিখ্যাত প্রেম ও ভক্তি বিষয়ক কাহিনী। এই কাহিনীটি মূলত সূরা ইউসুফে বর্ণিত হয়েছে, যেখানে ইউসুফের ঘটনা, তার সৌন্দর্য, এবং জুলেখার প্রতি তার প্রেম ও ভক্তি বর্ণিত হয়েছে। ইউসুফ (আ) কে কূপে নিক্ষেপ করা এবং পরবর্তীতে মিসরের আজিজের (মন্ত্রীর) গৃহে ক্রীতদাস হিসেবে যাওয়া, এরপর জুলেখার সাথে তার প্রেম এবং পরিশেষে তাদের মিলন ও পরিণয় এই কাহিনীর মূল বিষয়।
Login Or Registerto submit your questions to seller
No none asked to seller yet