মানবতা বিরােধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার প্রয়ােজনীয়তা থেকেই ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার আইন প্রণয়ন করে। বঙ্গবন্ধুর হাতে প্রণীত ১৯৭৩ সালের আইনে,ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত করে তারই কন্যা শেখ হাসিনা বিচারের ব্যবস্থা করেন অপরাধীদের। একইরূপে এই বিচারব্যবস্থায় সম্পৃক্ত মাননীয় বিচারপতিগণ,তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের সদস্যবৃন্দ,অতন্দ্র প্রহরীর মতাে বিচারের দাবিতে জাগ্রত বীর বাঙালি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়ে রইলেন। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ইতিহাসের দায়মুক্তি হলাে এই প্রকাশনায় গ্রন্থকারের নিজস্ব কোনাে অভিমত প্রতিফলিত হয়নি। ট্রাইব্যুনালের দেওয়া রায়ের নির্যাস তুলে ধরা হয়েছে মাত্র। যাতে সহজেই শীর্ষ মানবতা বিরােধী অপরাধীদের ফাঁসির রায়। সম্পর্কে সংক্ষিপ্তসারে ধারণা গ্রহণ করতে পারেন পাঠক।
Login Or Registerto submit your questions to seller
No none asked to seller yet