চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ঘটনা হিসেবে বেশ বড়। এর আন্তর্জাতিক তাৎপর্যও বিপুল। অভ্যুত্থানকে ঘিরে অভ্যন্তরীণ টানাপোড়েন এখনো চলমান। এই বিষয়ে পূর্ণাঙ্গ ও সিদ্ধান্তসূচক কিছু লেখা আপাতত দুরূহ। সাধারণভাবে ২০২৪ সালের আগস্ট মাসে অভ্যুত্থানের একটি পর্ব শেষ হয়েছে। সেই পর্বের তথ্য-উপাত্ত ও প্রাথমিক ঘটনাক্রমের নির্মোহ বিবরণ সংরক্ষণ নিশ্চিতভাবে এ সময়ের জরুরি কাজ। এ বইয়ে সেই কাজই করার চেষ্টা করা হয়েছে।
এখানে পটভূমি থেকে শুরু করে সাংস্কৃতিক পরিণতি পর্যন্ত অন্তত দশটি ভাগে অভ্যুত্থানকালীন ঘটনাবলি নথিবদ্ধকরণের প্রচেষ্টা নেওয়া হয়েছে। তাতে যুক্ত হয়েছে অভ্যুত্থানের রাজনৈতিক অর্থনীতি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া, সংগঠকদের ‘৩৬ জুলাই’-এর আগের কর্মকাণ্ড ও ঘটনাবলির বিবরণসহ নানা দিক। বিভিন্ন জাতীয় দৈনিক সংবাদপত্রসহ অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপের ভিত্তিতে এই গ্রন্থ তৈরি করা হয়েছে। অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখা এবং তখনকার ঘটনাবলির বহুমাত্রিক দিক সামনে রেখে ভবিষ্যতে ইতিহাস লেখার কাজ এগিয়ে নিতে এই গ্রন্থ নিঃসন্দেহে সহায়ক হবে।
Login Or Registerto submit your questions to seller
No none asked to seller yet