নব্বুয়ের গণ অভ্যুত্থানের এক দিকে রয়েছে জনমতের জয় অন্য দিকে স্বৈরশাসনের পরাজয়। শাসক যদি অত্যাচারী হয় তা হলে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় তার হাত থেকে অব্যাহতির পথটি হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে তার অপসারণ।কিন্তু যেখানে নির্বাচন হয় না,জোর করে ক্ষমতা দখল করে একদল শাসক নির্বাচনের নামে প্রহসনের সৃষ্টি করে এবং নিজেদের জবরদখলকে বৈধ করে নেয় সেখানে পরিবর্তনের আর কোনো উপায় থাকে না,পাল্টা অভ্যুত্থান ভিন্ন। জবরদখল একটি অভ্যুত্থান,গোপনে,জনগণের অভ্যুত্থানও একটি অভ্যুত্থান,প্রকাশ্যে। একটির চরিত্র ষড়যন্ত্রের,অপরটির আন্দোলনের। জবরদখল ঘটে রাজপ্রাসাদে,গণ অভ্যুত্থান রাজপথে।
Login Or Registerto submit your questions to seller
No none asked to seller yet