নিজের মধ্যে সৃষ্টিগত অভাব যারা অনুভব করেন, চামড়ার সাদা-কালো নিয়ে যাদের আক্ষেপ আকাশছোঁয়া; শারীরিক অক্ষমতা ও ব্যক্তিত্বের অপর্যাপ্ততার জন্য যারা হীনম্মন্যতায় ভোগেন এবং এ নিয়ে সামাজিক অসৌজন্যতার শিকার হন, ‘পরিজাদ’গল্প তাদের শুভাশিস; এ মূলত তাদেরই প্রতিনিধিত্ব করে। আমি, আপনি এবং সুন্দর চেহারা ও ব্যক্তিগত অভাবের দরুন সামাজিকভাবে উপেক্ষিত যে কোনো সাদামনের মানুষের মধ্যে ভালো করে খুঁজে দেখলে পরিজাদকে পাওয়া যাবে। সৌন্দর্যের রঙিন উপাসনায় ডুবে থেকে যাদের চোখ ধাঁধিয়ে গেছে, বাহ্যদৃষ্টি যাদের স্থূলতায় ভরা, মনের সৌন্দর্য মন দিয়ে উপলব্ধি করার শক্তি যাদের নেই–আমাদের এ গল্পে সেই সব ‘মহাজন’-এর জন্যেও কিছু খোরাক আছে। পরিজাদগল্পের খেয়া সমাজের ওইসব মানুষকে নিয়েও এগিয়ে গেছে, যারা মানুষকে মানুষ বলে প্রাপ্য মর্যাদাটুকু দিতে জানেন না। মানুষকে মানুষ বলে মূল্যায়ন করার ন্যূনতম সৌজন্যতাবোধটুকুও যাদের শূন্যের কোঠায়, মানবিক সভ্যতা নিয়ে ভাবতে বসার জন্য এ গল্প তাদের উপাদেয় সবক দেবে।
Login Or Registerto submit your questions to seller
No none asked to seller yet